বিশ্ব মান দিবস উপলক্ষে বিশেষ আলোচনা। আলোচনায় অংশ নিয়েছেন জাতীয় অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী এবং হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউ- এর সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু সাদেক।
উন্নয়ন মেলা-২০১৯ এ প্রদর্শিত HBRC এর কারিগরি উপস্থাপনা সেরা সম্ভাবনাময় পরিবেশবান্ধব স্থাপনা সামগ্রী হিসেবে পুরষ্কার পাওয়ায় আমরা গর্বিত এবং HBRC কয়েকগুন শক্তি বৃদ্ধি করে দেশে কৃষিবান্ধব, পরিবেশবান্ধব, দুর্যোগ সহনীয় ও ব্যয়সাশ্রয়ী গ্রামীন আবাসনের সমাধানকল্পে উৎসাহ নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করছে। সকলের সহযোগিতা একান্ত কাম্য।
ইটের ব্যবহার ছাড়া বিকল্প নির্মাণ প্রযুক্তিতে পরিবেশবান্ধব বাড়ি তৈরি হচ্ছে। ফেরো সিমেন্ট প্রযুক্তিতে বাড়ির বিম, দেয়াল, ছাদ সবই আলাদাভাবে তৈরি করে পরে একসঙ্গে যুক্ত করা হচ্ছে। এই প্রযুক্তিতে কম খরচে, অল্প সময়ে টেকসই বাড়ি নির্মাণ সম্ভব- বলছেন বিশেষজ্ঞরা।
According to World Green Building Council, a green building is a building that in its design, construction or operation, reduces or eliminates negative impacts, and can create positive impacts, on our climate and natural environment. Elements of Green Buildings are Materials, Energy System, Water Management and Health Components. Let’s consider materials and energy system. Click […]